বাউফলে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠনে অনিয়মের অভিযোগ

বাউফলে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠনে অনিয়মের অভিযোগ


মোঃ দেলোয়ার হোসেন, বাউফল (পটুয়াখালী)  : পটুয়াখালীর বাউফল উপজেলার মদনপুর ইউনিয়নের মধ্য মদনপুরা মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠনে অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। নিয়মানুযায়ী ব্যালট ভোটের মাধ্যমে ম্যানেজিং কমিটি গঠন করার কথা। কিন্তু  গোপনে একটি পকেট কমিটি গঠন করা হয়েছে। বিষয়টি নিয়ে অভিভাবকদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, গত ১ অক্টোবর ওই বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির মেয়াদ শেষ হয়। এর আগেই গোপনে আসাদুজ্জামান ফরিদ নামের এক ব্যক্তিকে সভাপতি করে একটি ম্যানেজিং কমিটি গঠন করা হয়। শুধু তাই নয়, ওই ম্যানেজিং কমিটি দায়িত্ব নেয়ার পর সম্প্রতি বিদ্যালয়ে একজন নিম্মমান সহকারি নিয়োগ দেয়া হয়েছে। সেই নিম্মমান সহকারি নিয়োগের ক্ষেত্রেও  ব্যাপক অনিয়মের অভিযোগ পাওয়া গেছে।
কমিটি গঠন প্রসঙ্গে বিদ্যালয়ের অভিভাবক নুর জামাল ফকির বলেন গোপনে ম্যানেজিং কমিটি গঠন করায় বিদ্যালয়ের ভাবমূর্তী ক্ষুন্ন হয়েছে। এলাকার কোন গণ্যমান্য ব্যক্তিবর্গ ম্যানেজিং কমিটি গঠনের বিষয়টি জানেন না।
এদিকে গোপণে ম্যানেজিং কমিটি গঠন করার পর ওই বিদ্যালয়ে একজন নিম্মমান সহকারি নিয়োগ দেয়া হয়েছে। ওই পদের প্রার্থী রুবেল হাওলাদার অভিযোগ করে বলেন, আমরা মোট ১৭ জন প্রার্থী নিম্মমান সহকারি পদে আবেদন করি। এরপর নিয়োগ পরীক্ষা হওয়ার কথা থাকলেও তা স্থগিত করা হয়। নিয়োগ পরীক্ষা ছাড়াই সেপ্টেম্বর মাসে ম্যানেজিং কমিটি গোপনে অলিউর রহমান নামের একজনকে নিয়োগ দিয়েছে। এতে অন্যান্য নিয়োগ প্রত্যাশীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।